গাজীপুরে টেম্পু-মিনিবাস সংঘর্ষে নিহত ২
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টেম্পুর সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় শিশুসহ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই মো.মতিউজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- টেম্পু যাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার সকালে টেম্পুটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাস যাত্রীবাহী টেম্পুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় স্কুল ছাত্র লিমন ও মারুফা বেগমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মারুফাকে হাসপাতালে ভর্তি রাখে। পরে মারুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে তোলার সময় মারা যান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।